রাজশাহীতে বিয়ের চাপ দেয়ায় হোটেল কক্ষ ভাড়া করে প্রেমিকাকে হত্যা করলো প্রেমিক
- আপডেট সময় : ০৫:১৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৫২০ বার পড়া হয়েছে
প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের চাপ দেয়ায় হোটেলের কক্ষ ভাড়া করে প্রেমিকাকে হত্যা করেছে প্রেমিক। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর এমন তথ্যই দিয়েছে অভিযুক্ত প্রেমিক।
দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, নাটোররের একটি ইটের ভাটায় কাজ করার সময় জয়নব বেগম ও মিঠুন আলীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সপ্তাহ কয়েক ধরে জয়নব বিয়ের জন্য মিঠুনকে চাপ দিয়ে আসছিল।গেল শনিবার স্বামী-স্ত্রী পরিচয়ে ভুয়া ঠিকানা ব্যবহার করে তারা রাজশাহীর লক্ষ্মীপুরের হোটেল ড্রিম হ্যাভেনের ৪০৩ নম্বর কক্ষে ওঠে।পরে জয়নবকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায় মিঠুন। এ ঘটনায় নিহতের ভাই নগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা করলে পরদিন রাতে নাটোর সদর উপজেলার আগদিঘা গ্রাম থেকে মিঠুনকে গ্রেপ্তার পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে জয়নব বেগমকে হত্যার কথা স্বীকার করেছে সে।