রাজশাহীতে মহাসমাবেশে বাধা দেয়ার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের
- আপডেট সময় : ০৮:০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
জিয়াউর রহমান কারো করুণায় নয়, বাংকারে বসে যুদ্ধ করেই বীরউত্তম খেতাব অর্জন করেছিলেন। আগামীতে তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হবে। বিএনপি’র রাজশাহী বিভাগীয় সমাবেশে বক্তারা এ কথা বলেন।
বিকেলে পুলিশের কড়া পাহারায় রাজশাহী নগরীর নাইস কনভেনশন সেন্টার চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সমাবেশ না করতে দেয়ার জন্য সরকার ও পুলিশের নির্দেশে দুদিন ধরে পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে। পথে পথে নেতাকর্মীদের বাধা দেয়া হয়েছে। ভোট ও গণতন্ত্র রক্ষায় ২০২১ সালের মধ্যেই আওয়ামী সরকারের পতন ঘটানো হবে বলেও ঘোষণা দেন তারা। বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে নগরীজুড়ে কড়া পাহারা বসায় আইন-শৃংখলা বাহিনী। সকাল থেকেই বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ। শহরের প্রবেশপথগুলোতে বসানো হয় চেকপোস্ট। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও হাবিবুর রহমান হাবিব, দলের যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপি, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি’র মেয়র প্রার্থী মজিবুর রহমান সরোয়ার, ডা. শাহাদাত হোসেন, তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।