রাজশাহীর আম বাজারজাত করতে বাগান মালিকদের সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন
- আপডেট সময় : ০১:২৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
রাজশাহীর সুস্বাদু আম বাজারজাত করতে বাগান মালিকদের সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। তাই নির্ধারিত তারিখের আগে অপরিপক্ক আম পাড়লে পড়তে হবে আইনী জটিলতায়। আবহাওয়া এবং বাজার ঠিক থাকলে লাভের আশা করছেন চাষীরা। করোনা পরিস্থিতিতে বাজার সচল রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
রাজশাহীতে প্রতি বছরের মতো এবারো আম পাড়তে তারিখ ঠিক করে দিয়েছে জেলা প্রশাসন। সিডিউল অনুযায়ী, ১৫মে’র আগে পাড়া যাবে না গুটি আম। তবে সুস্বাদু জাতের আম গোপালভোগের স্বাদ নিতে অপেক্ষা করতে ২০মে পর্যন্ত। আর লখণা, ক্ষিরসাপাত, ল্যাংড়া, আম্রপালি ও ফজলী বাজারে আসবে ২৫ মে থেকে ১৫ জুনের মধ্যে।
করোনা পরিস্থিতিতে অব্যাহত থাকলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানোর ব্যবস্থা থাকবে। ফলে রাজশাহীর আম সহজ লভ্য হবে সবখানেই।
এদিকে, আমের বাজার সচল রাখতে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক।
রাজশাহী জেলায় আম চাষ হয়েছে ১৭ হাজার ৬৮৬ হেক্টর জমিতে। এবার ফলনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে দু’লাখ ১১ হাজার টন।