রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে খোদ স্বাস্থ্য বিভাগে বিতর্ক
- আপডেট সময় : ০১:৩০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিতর্ক চলছে খোদ স্বাস্থ্য বিভাগের মাঝেই। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এরই মধ্যে সিটি কর্পোরেশনসহ দুটি উপজেলাকে ইয়েলো জোন চিহ্নিত করে প্রতিবেদন পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। অব্যাহতভাবে সংক্রমণের হার বাড়তে থাকলে পরিস্থিতি আরো ভয়াবহতার দিকে যাবে- এমন শঙ্কা তাদের। তবে সিভিল সার্জনের দাবি, পরিস্থিতি এখনো ভালো। আরো সতর্ক থাকার প্রয়োজন।
রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পহেলা এপ্রিল থেকে করোনা পরীক্ষা শুরু হয়। বর্তমানে দুটি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এ পর্যন্ত কেবল রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাতেই শনাক্ত হয়েছে অন্তত ৫৬ জন রোগী। মারা গেছে একজন। কোনো এলাকার প্রতি লাখ মানুষের মাঝে পূর্ববর্তী ১৪ দিনে ৩ থেকে ৯ জন করোনা রোগী শনাক্ত হলেই ওই এলাকা ইয়েলো জোন হিসেবে গণ্য হবে। সে হিসেবে রাজশাহী নগরী এখন ইয়েলো জোনে বলে জানালেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।
এদিকে, সিটি কর্পোরেশন এলাকা বাদেও রাজশাহীর ৯টি উপজেলার মধ্যে দুটির করোনা পরিস্থিতি ইয়েলো জোনে উঠেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় বলছে, তানোর ও চারঘাট উপজেলা জনসংখ্যার অনুপাতে করোনা রোগী শনাক্তের হারে, এ মুহূর্তে ইয়েলো জোনে রয়েছে।তবে এই হিসেব মানতে নারাজ রাজশাহীর সিভিল সার্জন। রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে প্রায় তিন হাজার। এর মধ্যে মারা গেছে ৩৪ জন।