রাজশাহীর কাটাখালী পৌরমেয়র কারাগারে
- আপডেট সময় : ০১:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
তিন দিনের রিমান্ড শেষে রাজশাহীর কাটাখালী পৌরমেয়র আব্বাস আলীকে কারাগারে পাঠানো হয়েছে। তথ্যের ভিত্তিতে আটক তার সহযোগী দুলালকে রিমান্ডে নিতে আবেদন করবে পুলিশ।
বৃহস্পতিবার সকালে মেয়র আব্বাসকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এদিকে, রিমান্ডে মেয়র আব্বাস আলীর দেয়া তথ্যের ভিত্তিতে তার অন্যতম সহযোগী দুলালকে গতকাল রাতে আটক করে পুলিশ। আজ তাঁকে আদালতে পাঠিয়ে ১০দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানার ওসি জানান, রিমান্ডে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে ভাইরাল হওয়া বক্তব্যের বিষয়ে আব্বাস আলীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আদালতের নির্দেশে ভাইরাল বক্তব্য আব্বাসের কি না, তা যাচাইয়ে রিমান্ডে থাকা কালে আব্বাসের কণ্ঠ রেকর্ড করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১ডিসেম্বর রাজধানীর হোটেল রাজমনি ঈশা খাঁ থেকে মেয়র আব্বাসকে গ্রেপ্তার করে রেব। বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয় আব্বাস আলী।