রাজশাহীর গোদাগাড়ীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ছয়জন নিহত হয়েছে
- আপডেট সময় : ০৫:৪৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়েছে।
দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-রাজশাহীর মুন্নাফের মোড় এলাকার আক্কাস আলী, তার স্ত্রী হাসনারা বেগম, মেয়ে মুসফিরা ও চার মাসের ছেলে হাসান আল আদিব এবং গোদাগাড়ীর কেল্লাবাড়ইপাড়ার রমজানের স্ত্রী আসিয়া খাতুন ও চালক মাহবুবুর রহমান। এ ঘটনায় গুরুতর আহত রমজান ও তার মেয়ে রাফিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম জানান, দুপুরে আক্কাস আলী তার পরিবার ও আত্মীয়দের নিয়ে প্রাইভেটকারে রাজশাহী থেকে গোদাগাড়ীতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।গোদাগাড়ীর কাদিপুরে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে।