রাজশাহীর দুর্গাপুরে কৃষক হত্যা মামলায় নারীসহ দুই জনের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৫:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
রাজশাহীর দুর্গাপুরে প্রেমের জেরে নূরনবী নামে এক কৃষককে গলা কেটে হত্যার ঘটনায় দুই জনের মৃত্যুদণ্ড। এদিকে, সিরাজগঞ্জ ও লক্ষ্মীপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজশাহীর দুর্গাপুরের কাঁঠালবাড়িয়ায় দেরাজ মিস্ত্রির স্ত্রী ফুলজান। জড়িয়ে পড়েন পরকীয়া সম্পর্কে। প্রেমিক মফিজ উদ্দিন। এ নিয়ে প্রায়শই স্থানীয় নূরন্নবী ও মফিজের মধ্যে কথা কাটাকাটি হতো। তার জেরে ২০১৩ সালের ১৫ এপ্রিল রাতে সেই নুরুন্নবীকে গলা কেটে হত্যা করে ফুলজান ও মফিজউদ্দিন।
ঘটনায় নুরুন্নবী ছেলে হাসেম আলী দূর্গাপুর থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। সেই মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ৮ বছর পর রায় ঘোষণা করেন বিচারক আকবর আলী শেখ। সোমবার দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালত-২ এ দেয়া রায়ে পরকীয়া জুটির ফাঁসির আদেশ দিয়েছে। দণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
স্ত্রী বিউটি খাতুনকে হত্যার দায়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে স্বামী সুলতান মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড রায় প্রদান করা হয়েছে। দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফানুল্লাহ এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১২ সালের ২১’শে ডিসেম্বর জেলার এনায়েতপুরের আড়কান্দি জেলেপাড়ায় সুলতান মাহমুদ তার স্ত্রী বিউটিকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহতের ছোটভাই হত্যা মামলাটি করেন।
এদিকে, স্ত্রী হত্যার দায়ে লক্ষ্মীপুরে ইসমাইল হোসেন সুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন