রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন হল সংস্কারে সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়
- আপডেট সময় : ০৮:১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
- / ১৭১৪ বার পড়া হয়েছে
পাকিস্তান আমলে নির্মিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন হল সংস্কারে খরচ করা হচ্ছে সাড়ে ১৪ কোটি টাকা। দেশে এমন নকশার আরো কোনো স্থাপনা নেই। তাই এটি সংরক্ষণ করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এজন্য ৬০ বছরের পুরোনা মিলনায়তনের পেছনে ঢালা হচ্ছে বিপুল টাকা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনটির অবস্থা জরাজীর্ণ হয়ে আছে দীর্ঘ দিন। এমন অবস্থায় কয়েক বছর আগে সংস্কারের উদ্যোগ নেন তৎকালীন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। এর জন্য খরচ ধরা হয় ১৪ কোটি ৬০ লাখ টাকা। গত বছর মার্চে কার্যাদেশ পাওয়ায় সংস্কারে হাত দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান। নতুন মিলনায়তন নির্মাণ না করে
অর্ধ শতাব্দীর বেশি পুরনো মিলনায়তনটির পেছনে কেনো বিপুল টাকা খরচ করা হচ্ছে- তারও যুক্তি দাঁড় করেছেন কর্তৃপক্ষ।
অনেকেই বলছেন, ঐতিহ্য সংরক্ষণের নামে সরকারী অর্থের অপচয় করা হচ্ছে।
যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, মিলনায়তন আধুনিকায়নের সিদ্ধান্ত আগের প্রশাসনের। এর দায়ও নিতে চান না তারা।
সেন্ট্রাল এসি ও আধুনিক সুবিধাসমৃদ্ধ দু’ হাজার ২০০ আসনবিশিষ্ট মিলনায়তনটির সংস্কার কাজ শেষ হওয়ার কথা আসছে ডিসেম্বরে। তবে কাজ করার সময় গত জানুয়ারিতে এর ছাদ থেকে পড়ে মারা যায় এক নির্মাণ শ্রমিক।