রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টিকা ছাড়া কোনো শিক্ষার্থী হলে উঠতে পারবে না
- আপডেট সময় : ০২:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় খোলার আগে পাঁচ কোটি টাকা খরচে আবাসিক হলগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে। এরইমধ্যে টাকাও বরাদ্দ দিয়েছে ইউজিসি। তবে টিকা গ্রহণ ছাড়া কোনো শিক্ষার্থীকেই আবাসিক হলে উঠতে দেয়া হবে না- বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়েই টিকাদান কেন্দ্র বসানোর কথাও ভাবা হচ্ছে।
দীর্ঘ দেড় বছর পর শহীদ হবিবুর রহমান হলে এসে নিজের রুমের এ অবস্থা দেখতে পান অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম। শোবার চৌকি, পড়ার টেবিল-চেয়ার, বই-খাতা এমন কি রেখে যাওয়া মশারিও আর ব্যবহারের উপযোগী নেই। সবকিছুই এলোমেলো। সকল আবাসিক হলেরই একই অবস্থা। এখন একেকটা রুম যেন পোকা-মাকড়ের ঘরবসতি।
ভক্সপপ : আবাসিক পরিস্কার-পরিচ্ছন্নে ৫ কোটি টাকা দিলো ইউজিসি
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য জানিয়েছেন, ক্যাম্পাস খোলার আগে আবাসিক হলগুলোর ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ করছেন প্রভোস্টরা। তবে হলগুলো প্রস্তুত করতে এরই মধ্যে ৫ কোটি টাকা থোক বরাদ্দও দিয়েছে ইউজিসি।
এদিকে, করোনার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে টিকা ছাড়া কোনো শিক্ষার্থীকেই হলে প্রবেশ করতে না দেয়ার কথা জানালেন উপাচার্য।
প্রত্যেক শিক্ষার্থীর কাছে প্রতিবছর নানা ধরনের ফি হিসেবে এক হাজার সাতশ’ টাকা করে আদায় করা হয়। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় এবার ফি আদায়ের ক্ষেত্রে ছাড় দেয়ার কথাও ভাবছে কর্তৃপক্ষ।