রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফেল করা ৪৩ শিক্ষার্থী ভর্তি হয়েছে অনার্স প্রথমবর্ষে

- আপডেট সময় : ১০:৪২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফেল করা ৪৩ শিক্ষার্থী ভর্তি হয়েছে অনার্স প্রথমবর্ষে। ভর্তি পরীক্ষায় পাসের ন্যূনতম নম্বর না পেলেও তাদের পোষ্য কোটায় ভর্তি দেখানো হয়েছে। এনিয়ে চরম ক্ষুব্ধ বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার কমিটির খোদ প্রধানরাই। তারা বলছেন, এই গুরুতর অনিময় হয়েছে কর্তৃপক্ষের নির্দেশে। তবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দাবি, ভর্তি উপ-কমিটির সুপারিশেই নির্ধারিত পাস নম্বর কমিয়ে তাদের ভর্তির সুযোগ দেয়া হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গেল বছরের অক্টোবরে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যায়- ফেল করা ৪৩জন জন শিক্ষার্থী বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ পেয়েছে। ১০০ নম্বরের এ পরীক্ষায় ন্যুনতম পাশ নম্বর ছিল ৪০। কিন্তু পাস নম্বর না পেলেও ভর্তি হয়েছে এসব শিক্ষার্থী। এরা সবাই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীদের সন্তান। তবে এমন গুরুতর অনিয়মের বিষয়ে কোনো কথা চান না বি-ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান। তবে তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই উপ-কমিটি ভর্তির সুযোগ দিয়েছে ফেল করা শিক্ষার্থীদের।
আর সি-ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান অবশ্য এর বিপক্ষে মুখ খুলেছেন। তিনি বলছেন, সবচেয়ে মেধাবীদের মূল্যায়নের জায়গা বিশ্ববিদ্যালয়। কিন্তু কোটার নামে এ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ফেল করা শিক্ষার্থীদের ভর্তি নেয়া ঠিক হয় নি।
এদিকে মেধাবীদের উচ্চশিক্ষার প্রতিযোগিতামূলক এ স্বপ্নের আঙিনায় পোষ্য কোটার নামে এমন স্বজনপ্রীতিতে বিস্ময় প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের গুণগতমান নিশ্চিতে কাজ করা ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল।
তবে ফেল করা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়ার দায় ভর্তি উপ-কমিটির ওপর চাপালেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে এবার মোট চার হাজার ৭১৩টি আসেন শিক্ষার্থী ভর্তি হয়েছে।