রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ড. শামসুজ্জোহা দিবস পালিত

- আপডেট সময় : ০৬:৫৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ড. শামসুজ্জোহা দিবস পালিত হয়েছে।
নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সকাল ৭টায় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ ড. শামসুজ্জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন।
এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল, পেশাজীবী সমিতি, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে আটটায় জোহা স্মরণে অফিসার সমিতি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।