রাজশাহী মেডিকেলে রাবির শিক্ষার্থীদের হা’মলার প্রতিবাদে ধর্মঘট
- আপডেট সময় : ০৩:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / ১৮৩৯ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সকাল থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা। এতে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু হয়। এতে চিকিৎসায় অবহেলার অভিযোগে গতরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ভাঙচুর চালায় কয়েক’শ বিক্ষুব্ধ শিক্ষার্থী।
নগরীর রাজপাড়া থানার ওসি জানিয়েছেন, গেল রাতে মার্কেটিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী কে জি এম শাহরিয়ার হলের ছাদ থেকে পড়ে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর চালায়। এ সময় নিরাপত্তা কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই চিকিৎসককে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। পরে অতিরিক্ত পুলিশ, রাবি শিক্ষক ও রাজনৈতিক নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনা তদন্তে গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিহত ছাত্রের জানাজা সম্পন্ন হয়। পরে, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।