রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনাকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১০টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, করোনার অজুহাতে চিকিৎসকরা সাধারণ রোগীদের চিকিৎসা দিচ্ছে না। ফলে আশঙ্কাজনকহারে করোনা রোগী বাড়ছে। এছাড়া, করোনা রোগীদের চিকিৎসার জন্য রাজশাহীর খ্রীষ্টান মিশন হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হলেও সেখানকার ভুতুড়ে পরিবেশ ও চিকিৎসকদের অবহেলার কারণে রোগীরা সুস্থ্য হওয়ার পরিবর্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছ বলেও অভিযোগ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এর আগে গত ২ জুলাই করোনা রোগীদের চিকিৎসার জন্য ডেডিকেটেড রাজশাহীর খ্রীষ্টান মিশন হাসপাতালের নানা অনিয়ম নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয় এসএটিভিতে।