রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাধ সেধেছে ইভিএম
- আপডেট সময় : ০৫:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১৯৬৭ বার পড়া হয়েছে
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাধ সেধেছে ইভিএম। ইভিএমের নানা জটিলতায় ভোটগ্রহণ কার্যক্রমে ছিল ধীরগতি। তবে বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই শেষ হয়েছে সিটি নির্বাচন। তেমন বড় কোনো অভিযোগও নেই মেয়রপ্রার্থীদের।
রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে সকাল সোয়া নটার দিকে ভোট দিতে সপরিবারে যান আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। কিন্তু লিটনের নিজ কেন্দ্রেই তখনো ভোটার উপস্থিতি ছিল না বললেই চলে। তবে ভোটকেন্দ্রে লিটনকে স্বাগত জানাতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভীড়ই ছিল চোখে পড়ার মতো।
তবে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম স্বপনের নিজ কেন্দ্র আককোষী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছিল না তিল ধারণেরও ঠাঁই। ভোটারিউপস্থিতি ছিল উৎসবের মতোই। তবে এই কেন্দ্রে ইভিএম জটিলতার কারণে তিন ঘণ্টার ধরে অপেক্ষা করতে হয়েছে নারী ভোটারদের। এতে ক্ষুব্ধ ভোটাররা। এই কেন্দ্রে ছিল না সিটি ক্যামেরাও।
ভোটের পরিবেশ নিয়ে মেয়রপ্রার্থীদের তেমন কোনো অভিযোগ নেই। তবে তিনজনই বলেছেন, ইভিএম জটিলতায় ভোটগ্রহণে ধীরগতির কথা।
দুপুরে বৃষ্টিতে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতিতে খানিকটা ছন্দপতন ঘটে। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, বড় ধরনের কোনো জটিলতা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
সিটি নির্বাচনে ভোটর সংখ্যা তিন লাখ ৫১ হাজার ৯৮২জন। ১৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জিয়াউল গনি সেলিম/এসএটিভি/রাজশাহী।