রাজশাহী সিটি নির্বাচনে নৌকাকে টেক্কা মারতে চায় ইসলামী আন্দোলনের হাতপাখা
- আপডেট সময় : ০৯:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১৮১৩ বার পড়া হয়েছে
রাজশাহী সিটি নির্বাচনে নৌকাকে টেক্কা মারতে চায় ইসলামী আন্দোলনের হাতপাখা। বিএনপি মাঠে না থাকায় এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোটের মাঠ গরমের প্রস্তুতি নিচ্ছে। ছোট দল হলেও আওয়ামী লীগ বিরোধী শক্তি হিসেবে ভোটে বিজয়ের স্বপ্নও দেখছে দলটি। অভূতপূর্ব উন্নয়ন করায় আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আবারো নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী।
রাজশাহী সিটি নির্বাচনে বিএনপি না আসার ঘোষণায় নৌকার বিজয়ে দৃশ্যত তেমন বড় চ্যালেঞ্জ নেই। ফলে আসন্ন নির্বাচনে আবারো মেয়র হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। তবে বিজয়ের হাতছানির পরও বসে নেই তিনি। মনোনয়ন পেয়েই নেমে পড়েছেন নির্বাচনী মাঠে। উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান- এই শ্লোগানে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন লিটন।
তবে নৌকার জয়ের পথে বাগড়া দিয়ে চায় হাতপাখা। এজন্য ঈদ শুভেচ্ছা বিনিময়ের নামে ইসলামী আন্দোলন বাংলাদেশও ভোটের মাঠে নামে। চাঙা করে তুলেছে নেতাকর্মীদের। দলীয় নেতারা বলছেন, ক্ষমতাসীনদের দুর্নীতি আর লুটপাটের কারণে অতিষ্ঠ মানুষ এবার হাতপাখাকেই বেছে
নেবে।
এদিকে, সিটি নির্বাচনকে ঘিরে বিএনপির উত্তাপ নেই মাঠে। তবে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ প্রার্থী হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয়া হচ্ছে। দলের নেতারা বলছেন, আওয়ামী লীগের আগ্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ হিসেবে জনগণের ইচ্ছায় সিটি নির্বাচন বর্জন করছে বিএনপি।
আগামী ২১জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। চলছে মনোনয়ন ফরম বিতরণ। মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ২৩মে।