রাজশাহী সিটি নির্বাচনে ভোটের নামে আধিপত্যের লড়াইয়ে অবতীর্ণ সরকার দলীয় কাউন্সিলর প্রার্থীরা
- আপডেট সময় : ০৫:৪০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
এদিকে.. রাজশাহী সিটি নির্বাচনে ভোটের নামে আধিপত্যের লড়াইয়ে অবতীর্ণ সরকার দলীয় কাউন্সিলর প্রার্থীরা। বেশির ভাগ ওয়ার্ডেই আওয়ামী লীগ প্রার্থীরা পেশিশক্তি প্রদর্শনে মেতেছেন। এমনকি প্রতিপক্ষকে ভোট দিলে ভোটকেন্দ্রেই যেতে দেয়া হবে না- এমন হুমকি দিয়ে নির্বাচন বিতর্কিত করার অভিযোগও উঠেছে। যদিও নির্বাচন কমিশন বলছে, ভোট নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে।
ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। কারণ, হাতে গোণা কয়েকটি ছাড়া ৩০টি ওয়ার্ডের বেশির ভাগই কাউন্সিলর প্রার্থীরাই সরকার দলীয়। ফলে ভোটাররাও পড়েছেন বেকায়দায়। কারণ ওয়ার্ডগুলোতে এখন আওয়ামী লীগের প্রতিপক্ষই আওয়ামী লীগ।
সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি ৭নম্বর ওয়ার্ডে। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মাদক ও হত্যা মামলার এক আসামী এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। তার দাপটে ভোটারও তটস্থ। হুমকি-ধমকিতে টিকতে পারছেন না খোদ প্রতিদ্বন্দ্বী প্রার্থীই। থানায় জিডি ও রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক অভিযোগ করেও মিলছে না প্রতিকার।
যদিও রিটার্নিং কর্মকর্তার দাবি, সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরীর সব ব্যবস্থা নেয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করবে না নির্বাচন কমিশন।
আসছে ২১জুন ভোটগ্রহণ। এবারই প্রথম সব কেন্দ্রে ভোট হবে ইভিএমে।