রাজশাহী সিটি নির্বাচনে সাতটি ছাড়া বাকি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ
- আপডেট সময় : ০৫:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১৭৮৭ বার পড়া হয়েছে
রাজশাহী সিটি নির্বাচনে সাতটি ছাড়া বাকি সকল ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। মেয়র পদে ভোট নিয়ে কোনো উত্তেজনা নেই। কিন্তু কাউন্সিলর প্রার্থীদের রেষারেষি উদ্বেগ ছড়াচ্ছে ভোটারদের মাঝে। যদিও পুলিশ ও নির্বাচন কমিশন বলছে, ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বিঘ্নে ভোট দিতে পারবেন ভোটাররা।
রাত পোহালেই ভোট রাজশাহী সিটিতে। এবারই প্রথম ভোট হতে যাচ্ছে ইভিএমে। পাঁচ বছর পরেও আওয়ামী লীগ ছাড়া অন্য বড় দলের মেয়রপ্রার্থী নেই। এ কারণে ভোটের মাঠে উত্তাপ খানিকটা কম। এলাকার উন্নয়নে নির্বিঘ্নে ভোট দিতে চান ভোটাররা।
কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয় ইভিএমসহ ভোটগ্রহণের অন্যান্য সরঞ্জাম। এসময় রিটার্নিং কর্মকর্তা জানান, যারা নগরীর সেবা করতে চান তারাই ভোট দেবেন। কোনো দলের
ভোট বর্জনের দায় নির্বাচন কমিশনের নয়। (ইভিএম ফুটেজ)
এদিকে ভোটের দায়িত্ব নিয়োজিত পুলিশ ও ব্যাটেলিয়ন আনসার সদস্যদের নিয়ে সকালে পুলিশ লাইনে ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুলিশ কমিশনার জানান, সুষ্ঠু ভোটগ্রহণে ৫ স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। (পুলিশ ফুটেজ)
বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন।