রাজশাহী সীমান্তের গ্রামগুলোতে গুমোট পরিস্থিতি
- আপডেট সময় : ০২:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
- / ১৬০৭ বার পড়া হয়েছে
রাজশাহী সীমান্তে বিএসএফের বাধায় নিজেদের জমিতে যেতে পারছেন না বাংলাদেশীরা। ফলে গেল পাঁচ দিন ধরে শত-শত মহিষ নদীপাড়ে জড়ো করে রাখা হয়েছে। আতঙ্কে হাত গুটিয়ে বসে আছেন রাখালরাও। এতে গুমোট পরিস্থিতি বিরাজ করছে সীমান্তের গ্রামগুলোতে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খরচাকা সীমান্তে পদ্মার ওপারে নির্মল চর। ভারতীয় সীমান্ত রেখা থেকে অন্তত ৫০০ গজ দুরে বাংলাদেশের এই ভূ-খণ্ড। বিস্তীর্ণ এই চরে নানা ফসল আবাদ করছেন বাংলাদেশী নাগরিকরা। মহিষ পালনের জন্য চরের অন্তত ৫০বিঘার খেসারির ক্ষেত, ১০ হাজার টাকা বিঘা দরে লিজ নিয়েছেন রাখালরা।
গেল ২৬ ফেব্রুয়ারি এই চরে মহিষের পাল নিয়ে গেলে বাংলাদেশ অংশে প্রবেশ করে রাখালদের বেধড়ক পিটিয়েছে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ।
ঘটনার পর ওই এলাকার কয়েক গ্রামে রাখালদের মাঝে বিরাজ করছে আতঙ্ক। বিএসএফের ভয়ে তারা নিজেদের জমিতেও মহিষের পাল চরাতে যেতে পারছেন না।
বিজিবি জানিয়েছে, পদ্মার ওপারে বেশির ভাগ অংশে সীমান্ত পিলারের অস্তিত্ব নেই। এ কারণে নানা সমস্যা হচ্ছে।
রাজশাহীজুড়ে ভারতের সঙ্গে সীমান্ত এলাকা ৫৫ কিলোমিটার। এরমধ্যে ৩৫ কিলোমিটারই নদীপথ।