রাজেন্দ্র ইকো রিজোর্ট এন্ড ভিলেজ দখলের পায়তারা করছে সন্ত্রাসী সিণ্ডিকেট
- আপডেট সময় : ০১:৫৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
গাজীপুরের রাজেন্দ্র ইকো রিজোরট এন্ড ভিলেজ থেকে উদ্যোক্তাদের উচ্ছেদ করে পুরো সম্পত্তি দখলের পায়তারা করছে সন্ত্রাসী সিণ্ডিকেট।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ইয়েস মাল্টিপাসপাস কো-অপারেটিভ সোসাইটির এমডি অবসরপ্রাপ্ত মেজর কবির আহমেদ মাহমুদি। তার দাবি, ২০০৮ সাল থেকে প্রায় ৮০ বিঘা জমির ওপর গড়ে তোলা হয় প্রকল্পটি। প্রাথমিকভাবে রিজোর্ট গড়ার শর্ত দিয়ে ৪৭ টি প্লট বিক্রি করা হয়। সেখানে ১৪ টি ভবনও গড়ে তোলে প্রতিষ্ঠানটি। কিন্তু, সাবেক পুলিশ কর্মকর্তা সৈয়দ বজলুল করিম, বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম ও একাধিক সমবায় প্রতিষ্ঠান দখলকারী ফেরারি আসামী এইস এন এম শফিকুর রহমান নেতৃত্বে ৩/৪ জন প্লট মালিক পুরো প্রকল্পটিই দখলে নেয়ার পায়তারা করছে। গত ২৮ নভেম্বর দুপুরে সন্ত্রাসীরা ইয়েস মাল্টিপাসপাসের অফিসে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাটের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মারাত্বকভাবে আহত করে। থানায় গিয়েও সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করতে পারেনি কর্তৃপক্ষ। জেলা প্রশাসকের কাছেও প্রতিকার পাননি। সংবাদ সম্মেলনে বিনিয়োগের নিশ্চয়তা পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন একজন নারী উদ্যোক্তা।