রাজ্জাককে কুপিয়ে শরীর থেকে দুই পা বিছিন্ন করার ঘটনার মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধে আর্টি কম্পোজিট ডাইং মিলের মালিক- ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে কুপিয়ে শরীর থেকে দুই পা বিছিন্ন করার ঘটনার মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে রেব।
দুপুরে সংবাদ সম্মেলনে রেব জানায়, জমি-সংক্রান্ত বিরোধে স্থানীয় জসিমউদ্দিন পাঠানের নেতৃত্বে দা দিয়ে কুপিয়ে আব্দুর রাজ্জাকের শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন করা হয়। ঘটনার পর থেকেই রেব তৎপর হয় আসামী ধরার জন্য। বৃহস্পতিবার রেবের একটি দল অভিযান চালিয়ে মূলহোতা জসিমউদ্দিন পাঠান ও তার সহযোগী রুহুল আমিন পাঠান, ইকবাল পাঠান এবং মাসুম মোল্লাকে গ্রেপ্তার করে। এনিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।