রাণীনগর উপজেলার উপ-নির্বাচনের ফল প্রত্যাখান বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
নওগাঁর রাণীনগর উপজেলার উপ-নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে ও ফল প্রত্যাখান করে পুনরায় নির্বাচনের দাবি করেছে বিএনপি।
দুপুরে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান বলেন, ১০ ডিসেম্বর রানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৫৬টি কেন্দ্রেই আওয়ামী লীগ সমর্থকরা বিএনপির কোন এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়নি। আওয়ামী লীগ সমর্থকরা সবাইকে বের করে দিয়ে ভোট ডাকাতি করেছে। এসব বিষয়ে প্রশাসনকে বাব-বার জানিয়েও কোন লাভ হয়নি। সরকারের এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবী জানান।