রাতে কোপা ইটালিয়ার সেমিফাইনাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
রাতে কোপা ইটালিয়ার সেমিফাইনাল। দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ইন্টার মিলান ও এসি মিলান। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।
প্রথম লেগের ম্যাচ ড্র হয় গোলশূন্য। তাই ফাইনালের টিকিট পেতে জয়ের বিকল্প নেই দু-দলেরই।
লিগ শিরোপা দৌড়ে দু-দলই সমান সমান। ৩২ রাউন্ড শেষে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ইন্টার। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষ্যে এসি মিলান। শেষ তিন ম্যাচে টানা জয়ে উজ্জীবিত ইন্টার শিবির। এদিকে শেষ ৫ ম্যাচের একটিতেও হারেনি এসি মিলান। তবে মিলান ডার্বিতে পরিসংখান কিছুটা এগিয়ে রাখবে ইন্টারকে। ২৩১ দেখায় ইন্টারের ৮৪ জয়ের বিপরীতে ৭৮ ম্যাচে জিতেছে এসি মিলান।