রাতে বন্ধ হচ্ছে না বাল্কহেডসহ ছোট নৌ-যান চলাচল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৯:২১ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
- / ১৬২৭ বার পড়া হয়েছে
শীতের ঘন কুয়াশায় চাঁদপুর-ঢাকা নৌপথে লঞ্চ চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে বাল্কহেডসহ ছোট নৌ-যান। বিআইডব্লিউটিএ’র নীতিমালা অনুযায়ী সন্ধ্যার পর থেকে বাল্কহেডসহ ছোট নৌ-যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। তবুও, বন্ধ হচ্ছে না এসব নৌ-যান চলাচল।
চাঁদপুর ঢাকা নৌ-পথে প্রায় ২৫টি লঞ্চ নিয়মিত চলাচল করে। নির্দিষ্ট সময়ে লঞ্চ ছেড়ে গেলেও গন্তব্যে পৌঁছাতে হচ্ছে প্রায় এক থেকে দেড় ঘন্টা বিলম্বে। লঞ্চ মাস্টাররা যাত্রাপথে বাল্কহেড ও ছোট নৌযান গুলো দেখতে না পেয়ে বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়েন।
রাতের বেলায় যারা বাল্বগেট চালাচ্ছে তাদের কোন প্রশিক্ষণ নেই এবং তারা সঠিকভাবে বাল্বগেট চালাচ্ছেন না বলে অভিযোগ লঞ্চ মালিক সমিতির ।
দৈনিক ৫০ টি লঞ্চ ঢাকা-চাঁদপুর নৌ-পথে আপ-ডাউন করে। এই বিষয়ে নৌ-পথের নিরাপত্তা বাহিনীকে চিঠি দেয়া হয়েছে বলে জানান বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা।