রাতে বসছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ধ্রুপদী ফাইনাল

- আপডেট সময় : ০৯:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ফুটবল সমর্থকদের কৌতুহলের অবসান ঘটিয়ে রাতে বসছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ধ্রুপদী ফাইনাল। মুখোমুখি হবে সময়ের সেরা দুই দল রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। নানা ঘটনাপ্রবাহে এবার অন্যমাত্রা পাচ্ছে টুর্নামেন্টে অন্যতম সফল দুই দলের লড়াই। ইংলিশ প্রতিনিধিদের বিপক্ষে ইতিহাস, ঐতিহ্য আর আভিজাত্য ধরে রাখতে চায় স্প্যানিশ জায়ান্টরা। তবে, হারার আগেই হারতে নারাজ লিভারপুল। ফ্রান্সে রাত একটায় শুরু হবে এই মহারণ।
স্পেন, ইংল্যান্ড কিংবা ফুটবল বিশ্ব। সব খানেই ইতিহাস, ঐতিহ্য আর আভিজাত্যের অপর এক নাম রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। তবে মঞ্চটা যখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, তখন পাল্লা ভারী গ্যালাক্টিকোদের।
আসরে নক আউটে একের পর এক ফিরে আসার অবিশ্বাস্য সব গল্প লিখে এতদূর এসেছে রিয়াল। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় থাকা দলটাই বাড়ি পাঠিয়েছে চেলসি-পিএসজি-ম্যান সিটির মতো তারকায় ঠাসা দলগুলোকে।
শিরোপার মঞ্চ ফ্রান্স বলেই চ্যাম্পিয়ন হওয়ার জেদটা আরও বেশি কোর্তোয়া-বেনজেমাদের। এমবাপ্পেকে রেখে দেয়া শহর প্যারিস থেকে রেকর্ড ১৪তম ট্রফি নিয়ে বাড়ি ফিরতে চায় আনচেলত্তির দল।
আমরা আরও একটি বড় অর্জনের খুব কাছে। কিভাবে বড় ম্যাচের চাপ জয় করতে হয় ফুটবলারদের তা ভালো করেই জানা আছে। আশা করি ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারবো।
শিরোপার সংখ্যায় পিছিয়ে থাকলেও পারফরমেন্স আর আত্মবিশ্বাসে সমানে সমান লিভারপুল। চলতি আসরে মাত্র এক ম্যাচেই হেরেছে ক্লপ শিষ্যরা। বিপরীতে প্রতিপক্ষের জালে জড়িয়েছে ৩১ গোল।
কমিউনিটি শিল্ড ও এফএ কাপ জিতে মৌসুমে শিরোপা উৎসবেও বেশ অভ্যস্ত অলরেডস। এবার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি উঁচিয়ে ভুলতে চায় প্রিমিয়ার লিগ শ্রেষ্ঠত্ব হাতছাড়া হওয়ার আক্ষেপ। ঘরে তুলতে চায় মৌসুমের তৃতীয় শিরোপা।
ফাইনালে কে ফেভারিট বলা কঠিন। তবে অভিজ্ঞতার বিচারে রিয়ালকে এগিয়ে রাখতে চাই। কিন্তু আমরাও যে তাদের চেয়ে কম নয় তা দেখাতে চাই। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো।
পরিসংখ্যানও আভাস দিচ্ছে মহারণের। ৮ দেখায় লিভারপুলের ৩ জয়ের বিপরীতে ৪টিতে নিজেদের জাত চিনিয়েছে রিয়াল। একমাত্র ড্রটি সবশেষ আসরের কোয়ার্টার ফাইনালে। তবে তার চেয়েও বড় ক্ষত হয়ে অলরেডদের পোড়াচ্ছে ১৮ এর কার্ডিফ ফাইনাল।
ফাইনালে শতভাগ ফিট স্কোয়াড পাচ্ছে রিয়াল মাদ্রিদ। গ্যারেথ বেল ও এডেন হ্যাজার্ডের অন্তর্ভূক্তি আরও শক্তিশালী করছে লসব্লাঙ্কোদের। বিপরীতে দুশ্চিন্তা কাটিয়ে ফাইনাল মাতাতে প্রস্তুত মিশরীয় কিং মোহাম্মেদ সালাহ। ইনজুরি নিয়ে ধোঁয়াশা না কাটলেও স্কোয়াডে রাখা হয়েছে দুই অলরেড মিডফিল্ডার থিয়াগো আলকানতারা ও ফ্যাবিনিয়োকে।
কামব্যাক কিং লস ব্লাঙ্কোস নাকি দুরন্ত গতির অলরেডস। এখন দেখার অপেক্ষা রিয়ালের ১৪তম নাকি লিভারপুলের সপ্তম। কে জিতবে স্বপ্নের শিরোপা।