রাতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ
- আপডেট সময় : ০২:০০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
রাতে লা লিগার এল ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দু’দলের সম্মতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
কাতালুনিয়ার স্বাধীনতা সংগ্রাম এবং আন্দোলনের কারণে প্রায় দুই মাস পিছিয়ে মাঠে গড়াতে যাচ্ছে এল ক্ল্যাসিকো। ন্যু ক্যাম্প ঘিরে রয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যাবস্থা। এল ক্ল্যাসিকো মানেই এক সময় ছিল মেসি-রোনালদোর দ্বৈরথ। কিন্তু রোনালদো রিয়ালকে ছেড়ে দেয়ায় দুই বিশ্ব সেরা ফুটবলারের দ্বৈরথ আর নেই। কিন্তু দুই বিশ্বসেরা ক্লাবের ধুন্দুমার লড়াই রয়েছে ঠিকই। রিয়ালের সাফল্যের পরও এবার খারাপ শুরুর জন্য প্রচুর সমালোচনা হচ্ছে জিনেদিন জিদানের। তবে বার্সার মাঠে সেরাটা দিবে এমনটা প্রত্যাশা রিয়ালের। এদিকে, পয়েন্ট টেবলিরে শীর্ষে অবস্থান করছে বার্সা। তবে, সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে চির-প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদ থাকলেও পরিসংখ্যানে এগিয়ে বার্সা। ঘরের মাঠে খেলা, তাই সেরাটা দিতে তৈরি কাতালানরা।