রাতে শুরু হচ্ছে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনাল
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
রাতে শুরু হচ্ছে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনাল লড়াই। প্রথম দিনই মাঠে নামছে ফেভারিট ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ২টায় নেরাজ্জুরিদের প্রতিপক্ষ আটালান্টা।
সাদামাটা মৌসুম পার করছে ইন্টার মিলান। কোপা ইতালিয়ায় দাপট দেখালেও লিগ শিরোপার রেস থেকে পিছিয়ে দ্যা ব্লাক অ্যান্ড ব্লুস। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা নাপোলির চেয়ে ১৩ পয়েন্ট কম। যদিও এসব নিয়ে আপাতত ভাবতে চায় না নেরাজ্জুরিরা। আটালান্টাকে হারিয়ে কোপা ইতালিয়ার কোয়র্টার ফাইনালের বাধা টপকানোতেই লক্ষ্য তাদের। শেষ ম্যাচে যাদের বিপক্ষে ৩-২ গোলে জিতেছিলো ইন্টার মিলান। অতীত পরিসংখ্যানেও এগিয়ে ওরা। দু’দলের ২৭ দেখায় ১০টায় জিতেছে ইন্টার। আটালান্টার ৬ জয়ের বিপরীতে ১১ ম্যাচ হয়েছে ড্র।