রাতে স্প্যানিশ লা লিগায় রিয়ালকে আতিথ্য দেবে অ্যাটলেটিকো
- আপডেট সময় : ০৯:২০:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
রাতে স্প্যানিশ লা লিগায় মাদ্রিদ ডার্বির উত্তাপ। হাইভোল্টেজ ম্যাচে রিয়ালকে আতিথ্য দেবে অ্যাটলেটিকো। প্রতিপক্ষ হিসেবে অ্যাটলেটিকোর চেয়ে এই ম্যাচে নিজেদেরকেই এগিয়ে রাখছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। অন্যদিকে শিষ্যদের অল-অ্যাটাক ফুটবলের মন্ত্র শিখিয়েছেন সিমিওনে। ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ম্যাচ শুরু হবে রাত ১টায়। আর রাত পৌনে ১টায় ফ্রেঞ্চ লিগে অলিম্পিক লিঁও’র বিপক্ষে লড়বে পিএসজি।
মাদ্রিদ ডার্বি। একটা আবেগ একটা অনুভূতি। যার পারদে পারদে থাকে রোমাঞ্চ, উত্তেজনার রেশ। যে মহারণে বুধ হয়ে থাকে ফুটবল বিশ্ব। কথার লড়াইয়ে বিবক্ত রিয়াল-অ্যাটলেটিকোর সমর্থকরা। এবারের মাদ্রিদ ডার্বির উন্মাদনা আরও বাড়িয়েছে কোকে-ভিনিসিয়াসসহ দুই দলের কথার লড়াই।
এবারের লিগে ৫ ম্যাচে শতভাগ জয় মনে করিয়ে দেয় ক্ষিপ্র রিয়ারের সামর্থ্যের। প্রতিপক্ষের জালে যারা ম্যাচপ্রতি গোল দিয়েছে গড়ে তিনটা করে। তবে তুরুপের তাস বেনজেমার ইনজুরি সে স্বস্তিতেও করে মন খারাপ। থাকছেন না মিলিতাও, ভাসকুয়েজা।
সে ক্ষেত্রে এডিন হ্যাজার্ডের সঙ্গে ভালভার্দে ভিনির রসায়ন জমার অপেক্ষা। মধ্যমাঠে মদ্রিচ-ক্রুজ আর মেন্ডি-আলাবারা রক্ষণের অতন্ত্র প্রহরী। গোলবারে কোর্তোয়ার বিশস্ত গ্লাভস। সবমিলিয়ে ডার্বিতে রিয়ালের ফর্মেশন ৪-৩-৩।
আনচেলত্তি ভয় পান কিংবা না পান, একটা পরিসংখ্যান তাকে অস্বস্তি দেবে নিশ্চিত। গেল কয়েক মৌসুমে অ্যাটলেটিকোর মাঠে জেতা হয়নি তার। যদিও সম্প্রতি নগর প্রতিদ্বন্দ্বীদের বাজে ফর্ম আশা দেখাচ্ছে আনচেলত্তিকে। লিগের পর চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতা। তাইতো সিমিওনের কাছে দলকে কক্ষপথে ফেরানোর মোক্ষম উপলক্ষ হতে পারে রিয়াল বধ।
আমি সবসময়ই রিয়ালের বিপক্ষে খেলতে পছন্দ করি। সাম্প্রতিক সময়ে ওদের বিপক্ষে আমাদের রেকর্ড ভালো। এ ম্যাচটিও স্রেফ জিততে চাই।
এর আগে মাদ্রিদ ডার্বিতে দু’দল মুখোমুখি হয়েছিল ২২৯ বার। যেখানে রিয়ালের ১১৩ জয়ের বিপরীতে মোটে ৫৭ ম্যাচে জিতেছে অ্যাতলেটিকো।