রাত ৮টায় স্বাগতিক ওমানের মুখোমুখি হবে টাইগাররা

- আপডেট সময় : ০৭:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচ আজ বাংলাদেশের। রাতে স্বাগতিক ওমানের মুখোমুখি হবে টাইগাররা। মূল পর্বে উঠতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। টাইগার কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন- ভালোভাবেই মূল পর্বে যাবে টাইগাররা। আর স্বাগতিক ওমানের অলরাউন্ডার খাওয়ার আলী– বাংলাদেশী ব্যাটসম্যানদের দুর্বলতা কাজে লাগাতে চান। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
বাংলাদেশের ঐচ্ছিক অনুশীলন। প্রথম ম্যাচে সুযোগ পাওয়া ক্রিকেটাররা অনেকেই আসেননি এদিন। তবে, মুশফিক, মুস্তাফিজ, তাসকিনরা ঠিকই ঝালিয়েছেন নিজেদের। দ্বিতীয় ম্যাচে একাদশে পরিবর্তন আসছে, সেটি একপ্রকার নিশ্চিতই। ওপেনিংয়ে দেখা যাবে নাইম শেখকে।
সাকিব, মুশফিক,মাহমুদউলাহকে ব্যাটিং স্তম্ভ মনে করেন কোচ রাসেল ডমিঙ্গো। কোচের বিশ্বাস খারাপ সময় কাটিয়ে দল দ্রুতই ভালো সময় ফিরবে বাংলাদেশ।
(হারটা মনে রাখতে চাই না। আশ সেখান থেকে বেরিয়ে আসতে পারবো আমরা। সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ চ্যাম্পিয়ন ক্রিকেটার। তাদের নিয়ে আমার কোন দুচিন্তা নেই)
অন্যদিকে ঘরের মাটিতে খেলবে ওমান। ম্যাচের আগের দিনই বিশ্রামেই সময় কাটিয়েছে তারা। দলের অলরাউন্ডার খাওয়ার আলী তুলে ধরলেন বাংলাদেশের দুর্বলতা।
ঘুরে দাঁড়িনোর একটা মোমেন্টাম প্রয়োজন বাংলাদেশ