রানা প্লাজা ধসের আট বছর
- আপডেট সময় : ০১:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রানা প্লাজা ধসের আট বছর পেরিয়ে গেলেও, বিচার ও ক্ষতিপূরণ না পেয়ে দূর্বিষহ জীবন-যাপন করছে শ্রমিক পরিবারগুলো। ২০১৩ সালের এদিনে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বেআইনিভাবে গড়ে তোলা বহুতল ভবন- ‘রানা প্লাজা’ ধসের ঘটনা ঘটে। এতে ৪টি গার্মেন্টস কারখানার প্রায় সাড়ে ১১শ’ শ্রমিক নিহত হন। আহত হন কয়েক হাজার। এ ঘটনার দ্রুত বিচার সম্পন্নসহ পুণর্বাসনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার ও শ্রমিক নেতারা।
বহুল আলোচিত রানা প্লাজা ধসে নিহত হন এক হাজার ১৩৮ পোশাক শ্রমিক। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয় দু’হাজার ৪৩৮ জনকে। তাদের অনেকেই পঙ্গু হয়ে দূর্বিষহ জীবন-যাপন করছে। যাচাই-বাছাইয়ের পর ২৬১ জনকে নিখোঁজ হিসেবে ঘোষণা করে সেনাবাহিনীর উদ্ধারকারী দল।
এ মর্মান্তিক দুর্ঘটনায় সারা বিশ্বের পোশাক শ্রমবাজারে ব্যাপক প্রভাব ফেলে। কিন্তু, দীর্ঘদিন পেরিয়ে গেলেও আক্ষেপ ঘোচেনি ক্ষতিগ্রস্থ পরিবার ও তাদের স্বজনদের। শ্রমিক পরিবারগুলোর পূণর্বাসনসহ দায়িদের বিচারের দাবি আজও পূরণ হয়নি।
রানা প্লাজার চতুর্থ তলায় এক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন পঞ্চাশোর্ধ নিলুফার বেগম। দূর্ঘটনায় এক পা হারিয়েছেন তিনি। ফুটপাতে মুদি দোকান দিয়ে কোনোরকমে সংসার চালান। ৮বছর পেরিয়ে গেলেও জোটেনি স্থায়ী পূণর্বাসন।
ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ, পূণর্বাসন ও দায়িদের বিচার চান শ্রমিক নেতারা।
রানা প্লাজা ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্থ শ্রমিকদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানায় প্রশাসন।
ক্ষতিগ্রস্থ শ্রমিক ও তাদের পরিবারের দ্রুত পূণর্বাসনের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।