রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে অভিষেকের ৭০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে যুক্তরাজ্য
- আপডেট সময় : ০৫:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে অভিষেকের ৭০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশজুড়ে লাখো মানুষ সশরীরে অংশ নেবে এই আয়োজনে। টিভিতে ওই আয়োজন দেখতে পাবেন বিশ্বের শতকোটি মানুষ।
আজ থেকে চারদিনব্যাপী রাজকীয় এ আয়োজনে প্রায় পনের’শ সেনাসদস্য, বাহিনীর সংগীত দলের ৪০০ সদস্য ও ২৫০টি ঘোড়া ঐতিহ্যবাহী ‘ট্রুপিং দ্য কালার’ কুচকাওয়াজে অংশ নেবে। ট্রাফালগার স্কয়ার থেকে বাকিংহাম প্যালেস পর্যন্ত মোতায়েন থাকবে কোল্ডস্ট্রিম গার্ডসের প্রায় ২০০ সেনা। দেশজুড়ে ৪২টি গান স্যালুট দেয়া হবে। কুচকাওয়াজে অংশ নেবে সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখার ৭০টিরও বেশি বিমান ফ্লাইপাস্ট। রাজপরিবারের শুধু রাজপদবী প্রাপ্ত সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। প্রিন্স হ্যারি, তাঁর স্ত্রী মেগান ও রানি এলিজাবেথের দ্বিতীয় পুত্র প্রিন্স অ্যান্ড্রু অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। রোববারে মধ্য লন্ডনজুড়ে ‘প্লাটিনাম জুবিলি পেজেন্ট’ নামে ১০ হাজার মানুষকে নিয়ে একটি সৃজনশীল প্রদর্শনী হবে। এতে দেখানো হবে, ১৯৫২ সালে রানির শাসন শুরুর পর কিভাবে বদলেছে ব্রিটিশ সমাজ।