রাবি অধ্যাপক তাহের হত্যা মামলায় মহিউদ্দিন ও জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড বহাল
- আপডেট সময় : ০২:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে আজ এ রায় দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ।
২০০৬ সালের ৩ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টারের বাসার বাইরের ম্যানহোলে তাহের আহমেদের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পরে তাঁর ছেলে সানজিদ আলভী আহমেদ মতিহার থানায় মামলা করেন।
আলোচিত এই মামলায় বিচারিক আদালতের পর রায় দেয় হাইকোর্ট।দুই আসামির মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে উচ্চ আদালতের দেয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করে করে উভয়পক্ষ।
মঙ্গলবার পূর্ব নির্ধারিত দিনে রায় ঘোষণা করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ জানায় তাদের সিদ্ধান্ত।
অন্যদিকে অপরাধীদের দণ্ড কার্যকর হলে ন্যায় বিচারের প্রত্যাশা পুরণ হবে বলে জানান তাহেরের স্বজনরা।
আইনজীবীরা জানান, পূর্নাঙ্গ রায় প্রকাশের পর সংক্ষুদ্ধ পক্ষ এই রায়ের রিভিউ চেয়ে আবেদন করতে পারবেন।