রাবি ক্যাম্পাসেই চিরনিদ্রায় শায়িত হলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাফন করা হয়েছে। রাজশাহীর নিজ বাড়িতে সোমবার রাতে তিনি ইন্তেকাল করেন।
ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হাসান আজিজুল হকের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ তাঁর মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়াও কবি-সাহিত্যিকেরা শেষ শ্রদ্ধা জানান। তাঁরা হাসান আজিজুল হকের জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন। গতকাল রাত সোয়া ৯টার দিকে রাজশাহী নগরীর চৌদ্দপাই এলাকার নিজ বাসভবন উজানে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র।