রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরতিহীন উৎপাদন নিয়ে শঙ্কা
- আপডেট সময় : ০৫:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
চালু হলেও রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরতিহীন উৎপাদন নিয়ে শঙ্কা কাটেনি। বর্তমানে যে পরিমাণ কয়লা মজুত রয়েছে, তা দিয়ে বিদ্যুৎকেন্দ্রটি পুরোদমে চালানো যাবে বড়জোর ১৭ দিন। সংকট কাটিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র আবার চালু হলেও উৎপাদন ধরে রাখতে এখন মূল চ্যালেঞ্জ প্রয়োজনীয় ডলার সংস্থান।
কয়লা আমদানির উৎস কিংবা খালাসের অবকাঠামো ঠিকঠাক থাকলেও মূল চ্যালেঞ্জ হচ্ছে এলসি খোলা। সেক্ষেত্রে প্রয়োজনীয় ডলার মিললে বিদ্যুৎকেন্দ্র ফের বন্ধ হওয়ার শঙ্কা নেই। গত আগস্টে পরীক্ষামূলক উৎপাদনের পর ১৭ ডিসেম্বর জাতীয় গ্রিডে মিলতে শুরু করে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার আলোচিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ। কিন্তু মাত্র ২৮ দিনের মাথায় ১৪ জানুয়ারি কয়লা সংকটে কেন্দ্রটির উৎপাদন বন্ধ করে দিতে হয়। এলসি জটিলতা কাটিয়ে ৯ ফেব্রুয়ারি ৩০ হাজার টন কয়লা খালাস হয়। যার ওপর ভর করে এক মাসের ধাক্কা কাটিয়ে ১৫ ফেব্রুয়ারি রাতে উৎপাদনে ফিরে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট। শুরুতে উৎপাদন ১০০ মেগাওয়াট হলেও পরে তা ছাড়ায় ৪০০ মেগাওয়াটে।