রামেকে করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ১৫১৫ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ করোনা পজিটিভ ছিলেন।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। এর মধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ২, নাটোরের ২ ও নওগাঁর তিনজন। এ নিয়ে চলতি মাসেই ১৯৩জন এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন। সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৪৯ জন। এদিকে, করোনার সংক্রমণ রোধে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় দ্বিতীয় সপ্তাহের মতো চলছে কঠোর বিধিনিষেধ। এ কারণে মার্কেট, দোকানপাট ও গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে আমসহ জরুরী পণ্য পরিবহন এই বিধিনিষেধের আওতামুক্ত।