রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান সফর শুরু করেছেন
- আপডেট সময় : ০৭:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান সফর শুরু করেছেন। এর আগে তেহেরানে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোয়ান। আজ ভোরে তেহরানে পৌঁছান তিনি। সিরিয়া ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে আলোচনার জন্য এ সফরে যান এরদোয়ান।
পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে তেহরানে বৈঠক করেন। ওই বৈঠকে সিরিয়ার সংঘাত এবং বিশ্বব্যাপী খাদ্য সঙ্কট দূর করতে ইউক্রেনের শস্য রপ্তানি পুনরায় শুরু করার জাতিসংঘ সমর্থিত প্রস্তাব নিয়ে আলোচনা হয়। রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান ও কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির নিরাপদ পথ তৈরিতে মধ্যস্থতাকারী তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে সরাসরি পুতিনের সঙ্গে বৈঠকের সুযোগ করে দেয় ইরান। হোয়াইট হাউসের অভিযোগ, ইউক্রেনে ব্যবহারের জন্য তেহরানের ড্রোন পর্যালোচনা করতে রাশিয়ার কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তত দুবার ইরানের একটি বিমানঘাঁটি পরিদর্শন করেছেন।