রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ পিছিয়েছে : প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ পিছিয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ ভবনে কেন্দ্রটির সঞ্চালন ব্যবস্থাপনা নিয়ে সভাশেষে একথা জানান প্রতিমন্ত্রী।
এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, নির্দিষ্ট সময়ে শেষ করতে রূপপুরের সঞ্চালন ব্যবস্থাপনার কাজ সমন্বিতভাবে করছে বিদ্যুৎ বিভাগ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা।
বিদ্যুৎ ভবনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বসে বিদ্যুৎ বিভাগ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়। এতে দ্রুত সময়ে সঞ্চালন লাইনের কাজ শেষ করা, নিদিষ্ট সময়ের মধ্যে বিদ্যুত কেন্দ্রের মুল কাজ শেষ করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান সাংবাদিকদের জানান, এ পর্যন্ত বিদ্যুত কেন্দ্রের কাজ সন্তোষজনক। তবে ডলারের দাম বৃদ্ধিসহ সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে।
এসময় ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, কোভিড ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন প্রকল্পের কাজ পিছিয়েছে।
ভারতের তিনটি কোম্পানি সঞ্চালন লাইন নির্মাণের কাজ করছে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, কোম্পানি তিনটির কাজে গতি না থাকায় নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।