রাশিয়াকে এক ঘরে করতে জাতিসংঘে জরুরি বিশেষ অধিবেশন
- আপডেট সময় : ০২:১৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে জরুরি বৈঠক আহ্বান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে, আরও একটি ভোটাভুটি থেকে বিরত রয়েছে ভারত ও চীন। এদিকে, ইউক্রেনে রুশ হামলার চলমান সংঘাত নিয়ে আজ বৈঠক বসতে যাচ্ছে কিয়েভ ও মস্কো। বেলারুশ সীমান্তে বৈঠকে বসবেন দুই দেশের প্রতিনিধিরা। রুশ সেনাদের প্রতিরোধে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছে ১৪ শিশুসহ ৩শ ৫২ জন বেসামরিক নাগরিক।
রুশ হামলার ৫ম দিনে এসে চলমান সংঘাত নিয়ে আজ বৈঠক বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের একটি প্রতিনিধিদল। কিন্তু এরই মধ্যে প্রতিরক্ষা বাহিনীকে পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে, এই সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলছে যুক্তরাষ্ট্র।
এছাড়াও রাশিয়াকে একঘরে করতে কূটনৈতিক পদক্ষেপ জোরদার করছে পশ্চিমা মিত্ররা। জাতিসংঘের ১৯৩-সদস্যের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশন আহ্বান করে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। এছাড়াও রুশ সেনাদের প্রতিরোধে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
ইউক্রেন সেনাদের সঙ্গে লড়াই করতে এবার রাশিয়ার পক্ষে ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বেলারুশ।
ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, চর্তুদিক থেকে গোলাবর্ষণ চালাচ্ছে রুশ বাহিনী। অগ্রসর হচ্ছে প্রধান শহর গুলো দখলে। এ পর্যন্ত রুশ সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে ১৪ শিশুসহ ৩শ ৫২ জন বেসামরিক নাগরিক এবং আহত হয়েছে ১ হাজার ৬শ ৮৪ জন।
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির ৪টি শহর দখলে নিয়েছে রুশ সেনারা। শহর গুলো হলো ইউক্রেনের দক্ষিণের অঞ্চলের মেলিটপোল, নোভা কাখোভকা, খেরশন ও বারদিয়ানস্ক।
ইউক্রেনে হামলার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে হচ্ছে রাশিয়া, জার্মানিসহ ইউরোপের দেশগুলোতে। বিক্ষোভ চলাকালে রুশ পুলিশ ৯ শতাধিক মানুষকে গ্রেফতার করেছে রুশ পুলিশ ।
যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনালাপে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেন জুড়ে যুদ্ধের এ ভয়াবহ সময়ে পরবর্তী ২৪ ঘণ্টা দেশটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সময় জনসন আশ্বাস দিয়েছেন, যুক্তরাজ্য ও এর মিত্রদের কাছ থেকে প্রতিরক্ষা সহায়তা যাতে পৌঁছায় তা নিশ্চিতে সব ধরণের ব্যবস্থা নেবেন তিনি।