রাশিয়াকে সংলাপ বা সংঘাত এই দুইয়ের মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে : যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৭:৫০:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
সংলাপ বা সংঘাত—এই দুইয়ের মধ্যে যেকোনো একটি রাশিয়াকে বেছে নিতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার সুইজারল্যান্ডের জেনেভায় নৈশভোজে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের বিষয়ে একথা জানায় যুক্তরাষ্ট্র।
আজ আনুষ্ঠানিকভাব মস্কোর দাবিনামা নিয়ে আলোচনায় বসার কথা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার। গত মাসে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে এ খসড়া চুক্তি হয়। সে অনুযায়ী ইউক্রেনকে কখনোই ন্যাটোর সদস্য করা যাবে না। আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের প্রধান উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েনডি শেরম্যান সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌম দেশগুলোর জোটসঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিগুলোর ওপর জোর দেবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, চলতি সপ্তাহের কূটনীতিক আলোচনা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সার্বভৌম দেশের ন্যাটোর সদস্য হতে চাওয়ার আলোচনার বিষয় হতে পারে না বলে মনে করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তারা ক্ষেপণাস্ত্র মোতায়েনের সীমা কিংবা সামরিক মহড়ার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা চায়।