রাশিয়ার এফএসবি’র সদর দপ্তরে বন্দুকধারীর গুলিতে একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৬১৩ বার পড়া হয়েছে
রাশিয়ার নিরাপত্তা সংস্থা- এফএসবি’র সদর দপ্তরে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন।
বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর মস্কোর কেন্দ্রস্থলে এ হামলার ঘটনা ঘটে। বিবিসি জানায়, এফএসবি ভবনের প্রবেশপথে থাকা মানুষজনের ওপর অতর্কিত গুলি চালায় এক অজ্ঞাত বন্দুকধারী। এসময় একজন নিহত ও ৫ জন আহত হয়। পরে হামলাকরী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়। এই হামলার ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যমগুলো।