রাশিয়ার ক্লাব না ছাড়ায় বিশ্বকাপে জায়গা হারাচ্ছেন মাচেই রিবুস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
রাশিয়ার ক্লাব না ছাড়ায় বিশ্বকাপে জায়গা হারাচ্ছেন পোলিশ ডিফেন্ডার মাচেই রিবুস। সেপ্টেম্বরে জাতীয় দলের ক্যাম্পেও ডাকা হবে না তাকে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের পর বেশির ভাগ বিদেশি খেলোয়াড় রাশিয়ার ক্লাব ছেড়ে অন্য ক্লাবে যোগ দিয়েছেন। কিন্তু পোলিশ ডিফেন্ডার মাচেই রিবুস রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কোর সঙ্গে নতুন চুক্তি করেন। যার কারণে আসছে কাতার বিশ্বকাপের দলে তাকে বিবেচনা না করার সিদ্ধান্ত নিয়েছে পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। ৩২ বছর বয়সী রিবুস পোল্যান্ডের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৬৬ ম্যাচ। এর আগে রাশিয়ার সঙ্গে বিশ্বকাপের প্লে-অফ সেমিফাইনাল খেলতেও অস্বীকৃতি জানিয়েছিল পোল্যান্ড। পরে রাশিয়াকে নিষিদ্ধ করা হলে ওয়াকওভার পেয়ে প্লে-অফ ফাইনালে ওঠে পোলিশরা। ফাইনালে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপ নিশ্বিত করে তারা।