রাশিয়ার নাগরিকত্ব পেলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক পরামর্শক এডওয়ার্ড স্নোডেন
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক পরামর্শক এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব দিয়ে এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
২০১৩ সালে মার্কিন নজরদারির গোয়েন্দা তথ্য ফাঁস করে হইচই ফেলে দেন স্লোডেন। ওইসব তথ্য ফাঁসের পর তিনি যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন। মার্কিন কর্তৃপক্ষ গুপ্তচরবৃত্তির অভিযোগে ফৌজদারি বিচারের মুখোমুখি করতে কয়েক বছর ধরে স্নোডেনকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ২০১৭ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, স্নোডেনের গোপনীয়তা ফাঁস করা ভুল ছিল, কিন্তু তিনি বিশ্বাসঘাতক ছিলেন না।
২০২০ সালে স্নোডেনকে স্থায়ীভাবে বসবাসের অধিকার দেন পুতিন। এতে তার জন্য রাশিয়ান নাগরিকত্ব পাওয়ার পথ সুগম হয়। নাগরিকত্ব পাওয়ার বিষয়ে স্নোডেনের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।