রাশিয়ার বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের ইউক্রেনের
- আপডেট সময় : ০৮:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
লাগাতার রুশ হামলায় দেশ ছাড়ছেন লাখো মানুষ। ইউরোপের দেশে দেশে তৈরি হচ্ছে শরণার্থী শিবির। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর মানবিক সহায়তায় হাত বাড়িয়েছে প্রতিবেশী দেশ রোমানিয়া।রাশিয়ার আগ্রাসন থামাতে দেশটির বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি এ তথ্য জানান।
পশ্চিমা বিশ্বের ক্ষমতাধররা নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউক্রেনকে। ন্যাটোতে যোগ দেয়ার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্বপ্ন এখন ভেঙে গেছে ক্ষেপণাস্ত্র, বোমা আর গোলায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাজধানী কিয়েভ ছেড়ে অন্যত্র নিরাপদ আশ্রয় নিয়েছেন দাবি রাশিয়ার। নতুন ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, তিনি কিয়েভেই অবস্থান করছেন।
বারবারই ন্যাটোতে যুক্ত হতে চেয়েছিল ইউক্রেন। আর সেখানেই আপত্তি ছিল রাশিয়ার। পুতিন মনে করেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া তাঁর দেশের নিরাপত্তার জন্য হুমকি। তবে পুতিনের এমন বিরোধিতা আমলে নেয়নি যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্র ও ন্যাটোর এমন আশ্বাসে আস্থা রেখে জেলেনস্কিও তাঁর দাবিতে অনড় থেকেছেন।
ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিযোগাযোগ সংস্থা জানায়, ক্রেমলিনের ওয়েবসাইট ডাউন করে হ্যাক করা হয়েছে রাশিয়ার টেলিভিশন চ্যানেলগুলো। বাজানো হচ্ছে ইউক্রেনীয় গান। এর মধ্যে রাশিয়ার সরকারি ছয়টি ওয়েবসাইট ডাউন করে দেওয়া হয়েছে।
ইউক্রেনে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও মর্মবেদনা প্রকাশ করেছেন ভ্যাটিকান পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় গতকাল শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করে এমন অনুভূতি প্রকাশ করেন তিনি।
ইউরোপের দেশে দেশে তৈরি হচ্ছে শরণার্থী শিবির। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর মানবিক সহায়তায় হাত বাড়িয়েছে প্রতিবেশী দেশ রোমানিয়া। রাস্তার মোড়ে মোড়ে ইউক্রেনীয় শরণাথীদের দেওয়া হচ্ছে খাবার থেকে শুরু করে সব ধরনের সহায়তা। তাদের আশ্রয় দিতে চলছে জোর প্রস্তুতি।
এবার রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত গণমাধ্যম ‘আরটি’সহ অন্যান্য চ্যানেলে বিজ্ঞাপন-ভিত্তিক আয়ের পথ বন্ধ করল গুগল। ওয়েবসাইট, অ্যাপ ও ইউটিউব ভিডিও থেকে এসব আয়ের সুযোগ বন্ধ করেছে অ্যালফাবেট ইনকরপোরেশনের প্রতিষ্ঠানটি। এর আগে ফেসবুকের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়।