রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইউক্রেন
- আপডেট সময় : ০৩:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইউক্রেন। দেশটির সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান সিকিউরিটি গ্রুপের সদস্যদের সঙ্গেও আলোচনায় বসতে চায় কিয়েভ।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, সীমান্ত এলাকায় কেন সৈন্য জড়ো করা হয়েছে, এমন বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়ার অনুরোধ এড়িয়ে গেছে রাশিয়া। তিনি বলেন, এখন ‘পরবর্তী পদক্ষেপ’ হচ্ছে রাশিয়ার পরিকল্পনার ‘স্বচ্ছতার’ ব্যাপারে ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনার অনুরোধ জানানো। কয়েক সপ্তাহ আগে ইউক্রেনের সীমান্ত এলাকায় প্রায় এক লাখ সৈন্য জড়ো করে রাশিয়া। তবে ইউক্রেনে হামলার উদ্দেশ্যে এই সেনা জড়োর বিষয়টি অস্বীকার করেছে মস্কো। এদিকে, চলমান সংকটে ইউক্রেনকে জার্মানির অস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত আন্দ্রিজ মেলনিক।