রাশিয়ার হামলার ১৪তম দিনে ইউক্রেনের প্রেসিডেন্টের সুর নরম
- আপডেট সময় : ০৭:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ইউক্রেনে রাশিয়ার হামলা গড়িয়েছে ১৪তম দিনে। এরই মধ্যে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা’র সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মস্কো। আগামীকাল তুরস্কের আন্টালিয়ায় একটি কূটনৈতিক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এদিকে, রাশিয়ার বিমান ও মহাকাশ প্রযুক্তির ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য।
১৪ দিনে গড়িয়েছে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা। রাজধানী কিয়েভসহ গুরুত্বপূর্ণ শহরগুলো এখনও ঘিরে রেখেছেন রুশ সেনারা। তবে, শহর থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এদিকে, রুশ দাবিগুলো নিয়ে উন্মুক্ত আলোচনায় ইউক্রেন প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এতে যুদ্ধ সমাপ্তির আভাস পাওয়া যাচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা।
ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ দেবে না– এরকম তথ্য আসার পরই দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধের ব্যাপারে নরম সুরের ইঙ্গিত দিয়েছেন। সদস্য হতেও আর চেষ্টা করবেন না। এছাড়া, দোনেস্ক ও লুহানস্কের স্বাধীনতার বিষয়েও ছাড় দিতে রাজি আছেন তিনি। জেলেনস্কি বলেন, তিনি এমন কোনো প্রেসিডেন্ট হতে চান না, যাকে হাঁটু গেঁড়ে অন্যের কাছে কিছু ভিক্ষা চাইতে হয়।
এদিকে, রাশিয়ার বিমান ও মহাকাশ প্রযুক্তির ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। এই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে যুক্তরাজ্যে থাকা রাশিয়ার বিমান আটক করতে পারবে কর্তৃপক্ষ। সে দেশে রাশিয়ার কোন বিমানের প্রবেশ, অবতরণ, চলাচল অপরাধ হিসেবে গণ্য হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়া ও ক্রেমলিন ঘনিষ্ঠরা আরও বেশি অর্থনৈতিক সমস্যায় পড়বেন।
রাশিয়া ও ইউক্রেনের চলমান সংকট মোকাবিলায় নিজেদের মিগ-২৯ বিমান ইউক্রেনে পাঠাতে পোল্যান্ডের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব পুরো জোটের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো। জার্মানির একটি মার্কিন বিমান ঘাঁটির মাধ্যমে ইউক্রেনে ওই যুদ্ধ বিমান পাঠানোর প্রস্তাব করেছিল দেশটি।
এদিকে, ফের আলোচনায় বসতে যাচ্ছে দু’দেশ। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা’র সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মস্কো। বৃহস্পতিবার তুরস্কের আন্টালিয়ায় একটি কূটনৈতিক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
ইউক্রেন যুদ্ধে ইতোমধ্যেই ২ থেকে ৪ হাজার রুশ সেনা প্রাণ হারিয়েছেন বলে ধারণা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের। পেন্টাগনের পক্ষ থেকে দেশটির আইন প্রণেতাদের এই তথ্য জানানো হয়।