রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৯:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র। দু’দেশের অংশীদারী সংলাপে রেবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জিএসপি সুবিধা পুনর্বহালসহ বেশকিছু দ্বিপক্ষীয় ইস্যুতে ওয়াশিংটনের কার্যকর পদক্ষেপ চেয়েছে ঢাকা। সংলাপে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আর যুক্তরাষ্ট্রের পক্ষে আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড নেতৃত্ব দেন।
করোনার কারণে দু’বছর পর ঢাকায় বসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের অংশিদারি সংলাপ। রাষ্ট্রিয় অতিথি ভবন পদ্মায় সচিব পর্যায়ে একান্ত বৈঠক শেষে শুরু হয় দু’দেশের নীতিনির্ধারনী পর্যায়ের আলোচনা। দেড় ঘন্টাব্যাপী আলোচনায় উঠে আসে, দ্বিপাক্ষিক নানা বিষয়ের পাশাপাশি ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গ।
বাংলাদেশের পক্ষ থেকে রেবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, জিএসপি সুবিধা পুর্বহাল, সামরিক চুক্তি, শ্রম অধিকারকে গুরত্ব দিলেও, ইউক্রেন যুদ্ধের সময় মাকরইন বলয় বাড়াতে ওয়াশিংটন পাশে চায় ঢাকাকে।
বৈঠক শেষে ব্রিফিংয়ে বাংলাদেশ পররাষ্ট্র সচিব বলেন, সন্ত্রাস এবং দূনীতি নিমূলে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে নির্মিতএকটি ডকুমেন্ট তুলে দেয়া হয়েছে। রেবের নিষধাজ্ঞা ইস্যুর সঙ্গে জিএসপিসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে।
গত তিন মাসে বাংলাদেশে পরিস্থিতির উন্নতির কথা জানিয়ে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, মানবাধিকার ইস্যুতে নীরব থাকবে না যুক্তরাষ্ট্র । ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে ঢাকাকে পাশে পাবার আগ্রহের কথাও জানান তিনি।
চলতি বছর বাংলাদেশ-আমেরিকার কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি পালনের বিষয়টিও অংশীদারি সংলাপে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।