রাশিয়া ও চীনের প্রেসিডেন্টের ভার্চুয়াল মিটিং
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভার্চুয়াল মিটিং করেছেন। পশ্চিমাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দেশ দুটির বিরোধ ও উত্তেজনার মধ্যেই বৈঠক হলো তাদের।
বেলারুশ ইস্যুতে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।এমন পরিস্থিতিতে বুধবার ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে পুতিন ও শি জিনপিং তাদের মধ্যে চলমান সম্পর্কের প্রশংসা করেন। পুতিন এ সম্পর্ককে ২১শতকে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার একটি সঠিক উদাহরণ হিসেবে ঘোষণা করেছেন। পুতিন বলেন, এই দুই দেশের মধ্যে নতুন মডেলের সহযোগিতার সম্পর্ক তৈরি হয়েছে। শি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট খুব জোরালোভাবে চীনের জাতীয় স্বার্থ রক্ষায় সমর্থন করেন।