চিফ প্রসিকিউটর আরিফ টিপুকে রাজকারের তালিকায় নাম দেয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ
- আপডেট সময় : ০৭:০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩০ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে রাজকারের তালিকায় নাম দেয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। দুপুরে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ভবনে সংবাদ সম্মেলনে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিজের নাম প্রত্যাহার এবং বিভ্রান্তিকর তালিকা তৈরীর নেপথ্য কারিগরদের খুঁজে পেতে দ্রুত তদন্তের দাবি জানান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু। তবে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের মতে, বিভ্রান্তিকর এই তালিকার দায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এড়াতে পারে না।
ভাষা আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকার কারণে পেয়েছেন সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি একুশে পদক। মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকার কারণে আওয়ামী লীগ সরকার তাকে করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। যার সাহসী নেতৃত্বে এক সময়ের ক্ষমতাধর শীর্ষ যুদ্ধাপরাধীদের ফাঁসির সাজা নিশ্চিত করেছে রাষ্ট্র, সেই-ব্যক্তি থেকে প্রতিষ্ঠান হয়ে উঠা গোলাম আরিফ টিপুর নাম উঠেছে রাজাকারের তালিকায়।
এই ঘটনার প্রতিবাদ জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এসময় রাজাকারদের বিভ্রান্তিকর তালিকা প্রকশের সঙ্গে স্বাধীনতা বিরোধীরা জড়িত বলে মন্তব্য করে ৭১ এর রনাঙ্গনের গেরিলা যোদ্ধা গোলাম আরিফ টিপু।
আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অর্জণকে ম্লান করতেই এই ষড়যন্ত্র বলেও দাবি করেন কেউ কেউ। গোলাম আরিফ টিপুকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ। এই ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। আর রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, বিষয়টি অনিভিপ্রেত ও দু:খজনক।