রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- আপডেট সময় : ০২:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তবে এ বছর মহামারীর মধ্যে তাদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন তাদের সামরিক সচিবগণ। রাষ্ট্র ও সরকারপ্রধানের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তিনি বলেন সাম্প্রদায়িকতাই ২১ ও ৭১ এর চেতনার প্রধান শত্রু । তাই শেখ হাসিনার নেতৃত্বে এর মুলোৎপাটন করতে হবে।
এখানে যারা প্রাণ দিয়েছে, রমনার উর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো ,এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি, আজ আমি শোকে বিহ্বল নই,আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল।
তাইতো মাথা উচু করে করোনার ভয়াল থাবাতেও দাড়িয়ে থাকা স্মৃতির মিনারে মধ্যরাতে ভালোবাসার এই আয়োজন বাঙালীর।রাতের নিরবতা ভেঙে রাষ্ট্রীয় আচার মেনে করোনার কারনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান তাদের দুই সামরিক সচিব।
দলীয় সভানেত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন এখনো অনেক ষড়যন্ত্র চলছে।পর্যায়ক্রমে জাতীয় সংসদের স্পিকার , বিরোধী দলীয় নেতা, সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত শ্রদ্ধা নিবেদন করেন ।
পরে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বাংলাকে দাপ্তরিক ভাষা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে দিনব্যাপী চলা এই আয়োজনকে সফল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবার সহযোগিতা চান। ভোরের পথে ঘড়ির কাটা এগুলে সাধারণের ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ মিনারের বেদী।