রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত করার প্রক্রিয়া বৈধ ও বিধি সম্মত : আপিল বিভাগ

- আপডেট সময় : ০১:২৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত করার প্রক্রিয়া বৈধ ও বিধি সম্মত বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে অযৌক্তিক রিট করে আদালতের সময় নষ্ট করায় আইনজীবী এম এ আজিজ খানকে এক লাখ টাকা জরিমানা করেছে সর্বোচ্চ আদালত।
সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে ৮ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেয়। গত ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। এর আগে একক প্রার্থী হওয়ায় চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এ প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চেয়ে ৭ মার্চ একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এমএ আজিজ খান। এ ছাড়া রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করা সংক্রান্ত নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে আবদুল মোমেন চৌধুরী, কেএম জাবিরসহ ছয়জন গত ১২ মার্চ আরেকটি রিট করেন। পরে দুটি রিটের ওপর শুনানি শেষে ১৫ মার্চ সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষে আজ এ আদেশ দেয় আপিল বিভাগ।