রাষ্ট্রায়ত্ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল না হলে শ্রকিমদের আমরণ অনশন কর্মসূচি
- আপডেট সময় : ০৬:৩৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
রাষ্ট্রায়ত্ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত আগামী মঙ্গলবার’র মধ্যে বাতিল না হলে বুধবার দুপুরের পর থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করবে শ্রকিমরা।
বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রায়ত্ত্ব পাটকল রক্ষা সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। খুলনার খালিশপুরে জুট ওয়ার্কার্স ইনস্টিটিউট কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক সরদার আঃ হামিদ। দাবি আদায়ের লক্ষে সংবাদ সম্মেলনে ঘোষিত অন্যান্য কর্মসূচির মধ্যে আগামীকাল সোমবার সকাল ৯টায় স্ব স্ব মিল গেটে শ্রমিক কর্মচারীদের সন্তানদের নিয়ে অবস্থান, মঙ্গলবার দুপুরু বুধবার ২টায় স্ব মিল গেটে শ্রমিকদের কর্মচারীদের অবস্থান। বুধবার ২টার মধ্যে দাবি আদায় না হলে এর পর থেকে আমরণ কর্মসূচি। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো দীর্ঘদিন ধরে আধুনিকায়ন না হওয়া,আর্থিক সংকটের কারণে সময়মতো পাট কিনতে না পারায় মিলগুলো উৎপাদণ কমে যাওয়া এবং নানান অনিয়মের কারণে মিলগুলো গত ক্রমেই লোকসান হচ্ছিল।যে কারণে মিলের শ্রমিকরা নিয়মিত মজুরী না পেয়ে প্রায়ই রাজপথে নেমে আসে।অব্যাহত লোকসানের কারণে গত ২৫ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে শ্রমিকদের পাওনা পরিশোধ করে মিলগুলো বন্ধের বিষয়ে বৈঠক হয়। ওই সিদ্ধান্তের প্রতিবাদে ২৫ জুন থেকে শ্রমিকরা সমাবেশ করে আসছে।